ফুল ফুলের ছবিগুলো কেমন হয়েছে সবাই একটু জানান 🥰🥰🥰 আরেকটি চন্দ্র দিলাম চন্দ্রনাথ শূন্য তোমার নতুন মানুষের সাথে নতুন ভালোবাসা পূর্ণতা পাক আমার শূন্য হৃদয় না হয় আজীবন শূন্যই থাক তারপর তুমি যেদিন হাত ছেড়ে দিলে আমি ধরার মতো কিছুই পাইনি তোমার চোখে ছিল রঙিন স্বপ্ন আমার চোখে ছিল গভীর অন্ধকার



