আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। তাঁর ক্ষমা ও দয়া অন্তরে অনুভব করা এবং হতাশা ঝেড়ে ফেলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া দরকার। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে চায় মানুষ অন্যায়ে লিপ্ত থাকুক এবং ক্ষমা চাওয়া থেকে দূরে থাকুক। সে প্ররোচনা দেয়, সারা জীবন নামাজ পড়িসনি, রোজা রাখিসনি; এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোব্বা দোজখ, একটি রোজা বাদ দিলে ক্রমাগত ৬০টি রোজা রাখতে হয়, এসব কথা বলে তাকে হতাশ করে এবং ফিরে আসার পথ রুদ্ধ করে দেয়। বিপরীতে শয়তান কখনই বলবে না, তওবা করলে বান্দার পূর্বেকৃত সকল গুনাহ মাফ করে দেয়া হয়।