ফজরের সালাতে রসুলুল্লাহ সা.-কে ঘটনাটি বলি। তিনি বলেন, তুমি কি ফুরকান পড়নি? রসুল সা.-এর কাছ থেকে ফিরে এসে সেই মহিলাকে খুঁজতে থাকি এবং রাতে পাওয়ার পর তাকে ক্ষমার সুসংবাদ দেয়া হলে সে সেজদায় লুটিয়ে পড়ে বলতে থাকে সেই আল্লাহর শোকর যিনি আমার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন। সে তওবা করে ও তার বাঁদিকে সন্তানসহ মুক্ত করে দেয়।