কবিতা : “ফিরে পেতে চাই”
লেখক মো অনিক হাসান
> ছোটবেলায় শিখেছিলাম—
মাটি মানে খেলার মাঠ,
আকাশ মানে ঘুড়ির ঘর,
বৃষ্টি মানে কাদায় লাফিয়ে ভিজে যাওয়া।
> তখনকার দুঃখ মানে খেলনা ভেঙে যাওয়া,
ভয় মানে বাবার চোখ রাঙানো,
স্বপ্ন মানে পরীক্ষায় দশে দশ,
আর কান্না মানেই মায়ের কোলে আশ্রয়।
> তখন কেউ প্রশ্ন করতো না—
“তুমি কবে বিয়ে করছো?”
“কাজ করছো কত টাকা বেতন?”
“বড় হয়ে কী হবে?”
তখন “আমি কী চাই”—
সেটাই ছিল সবচেয়ে জরুরি প্রশ্ন।
> এখন বড় হয়েছি—
অথচ ছোটবেলাটা মনের এক কোনায় রয়ে গেছে।
কখনো ছবিতে, কখনো গন্ধে,
কখনো কোনো পুরোনো খেলনার শব্দে।
> আমি অনেক কিছু পেয়ে গেছি,
কিন্তু হারিয়ে ফেলেছি একটা জিনিস—
শৈশব।
আজও মাঝে মাঝে মনে হয়—
সব ছেড়ে ছু্টে যাই...
সেই ছোটবেলার আমি হয়ে ফিরে আসি।