ঈদুল আজহার দিনটি একটি হৃদয়বিদারক ঘটানাকে কেন্দ্র করে প্রতিবছর আমাদের নিকট আসে। কিন্তু কেন তাহলে এই দিনটি ঈদ বা আনন্দের দিন? কারণ প্রিয় পুত্রকে জীবিত ফিরে পাওয়া ছিল ইবরাহিম (আ.) এর জন্য মহা আনন্দের। পৃথিবীর সকল পিতার ক্ষেত্রেই এটা সমান আনন্দের। যদি সেইদিন আল্লাহ ইসমাইল (আ.) কে কোরবানি হিসেবে কবুল করে নিতেন তবে হয়তো প্রত্যেক মুসলমানকেই তাদের পুত্র সন্তানকে কুরবানি করতে হতো, যদি তারা তা পালন করতো। আর তাহলে এই পৃথিবী থেকে মুসলিম জাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ মহা জ্ঞানী, অসীম দয়ালু। তিনি আমাদের ইবরাহিম (আ.) এর মতো কঠিন পরীক্ষার সম্মুখীন করাননি এবং আমাদের আনন্দের সুসংবাদ দিয়েছেন।