১. পশুর প্রতি সদয় আচরণ করা উচিত : প্রতি বছর ইদুল আযাহর দিনে শুধু বাংলাদেশেই কোরবানী হয় প্রায় ১ কোটি ৪০ লক্ষ পশু। মানুষের কল্যাণের জন্যই নিরীহ পশুগুলো প্রাণ হারায়। অল্লাহ এদেরকে আমাদের কাছে অসহায় করে দিয়েছেন। তাই এদের প্রতি সদয় আচরণ করা উচিত। লক্ষ্য করবেন কোরবানীর দিন বা আগের দিন সকালে অনেক পশুর চোখ বেয়ে পানি ঝরে। এটা হতে পারে সে তার অন্তিম পরিনতি বুঝতে পারে বা তার পালনকরীকে ছেড়ে আসার কারণে। কোরবানীর আগে তার গায়ে, গলায় হাত বুলিয়ে সহানুভুতি প্রকাশ করতে পারেন। তার কষ্ট লাঘবের জন্য মনে মনে আল্লাহর নিকট প্রার্থনাও করতে পারেন।