৩. পালিত পশু কুরবানি করা শ্রেয় : যে কারণে কোরবানির প্রচলন হয়েছে তার মর্মার্থ একটু বেশি অনুধাবন করার জন্য নিজের পালিত পশু কোরবানি করা শ্রেয়। কেননা যখন একটি পশু আপনি লালন পালন করবেন স্বাভাবিক ভাবেই তার প্রতি আপনার ভালবাসা জন্মাবে এবং সেটি আপনার প্রিয় একটি প্রাণীতে পরিণত হবে। আর আল্লাহ চেয়েছিলেন প্রিয় বস্তুকেই কুরবানি করার জন্য। তবে সবার পক্ষে পশু পালন সম্বব হয় না, তাই ক্রয়কৃত পশু কুরবানীতে কোন সমস্যা নেই।