যারা কুরবানি দিবেন তাদের যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে কুরবানী করার আগ পর্যন্ত নিজ শরীরের চুল ও নখ না কাটা সুন্নতের অন্তর্ভুক্ত এবং ফযীলতের কারণ। হাদীছ শরীফ-এ যদিও কুরবানী দাতার কথা উল্লেখ আছে তবে অপর হাদীছ শরীফ-এ যারা কুরবানী করবে না তাদের কথাও উল্লেখ আছে। অর্থাৎ উভয়ের জন্যই এ আমল। তাই যদি কারো চুল, নখ কাটার প্রয়োজন হয় তবে যেন যিলহজ্জ মাসের চাঁদ উঠার পূর্বেই কেটে নেয়। আর যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে কুরবানী পর্যন্ত চুল, নখ কাটা থেকে বিরত থাকে।