তারিখ: ১৪-০৬-২০২৫
ভোটের দাম
জীবনের দামে দেশ এনেছি
এনেছি স্বাধীনতা
লাল সবুজ এদেশের আমি
গর্বিত জনতা।
তোমার কতো সম্পদ আছে
আছে কতো ধন
কিনতে পারো আমার ভোট
ওহে মহাজন?
তোমার দামি সব মেডেলের
আছে কি সেই বিত্ত?
আমার ভোটটা কিনে দেখাও
দেখি তোমার চিত্ত!
আমার একখান ভোটের দাম
দেশ মাতার সমান
আমি জীবনটা বিলাতে পারি
রাখিতে এর মান।
বাঙালিরা জানে জীবন দিতে
দেশ মায়ের টানে
ক'টা ভোটের হিসাব তোমার
আছে শিথানে?
*****