আর্তনাদের সুর
আশরাফুল ইসলাম
প্রেমের কাব্য ভুলে গেছি আজ
বেদনার সাথে মিশে,
মানবের ব্যথা হৃদয় গভীরে—
হারিয়ে ফেলেছি দিশে৷
ক্ষুধার জ্বালায় কাতর প্রাণের
আর্তনাদের সুর—
দিনের স্বস্তি রাতের নিদ্রা
পালিয়ে গিয়েছে দূর৷
বিশ্বমঞ্চে নিঃস্বজনের
নেই কোনো অধিকার!
জীবনের টানে ছুটে ডানে, বামে
হেরে যায় বারেবার৷
মাথা গুঁজিবার ঠাঁই নেই যার
খোলা-আসমান তলে—
পাষাণ পৃথিবী টলে না যে কভু
ওদের চোখের জলে!
অক্ষম দেহ, অসুস্থ যারা—
এই ধরণির 'পরে,
বন্ধুর হাত বাড়িয়ে তাদের
কে রাখবে নিজ ঘরে?
মুখের খাবার কেড়ে নিয়ে যায়
অত্যাচারীর দল!
মারছে মানুষ গড়তে প্রাসাদ
অবিরাম করে ছল৷
অশ্রুসিক্ত নয়ন যুগল
ব্যথাহত মোর প্রাণ,
মানবের শোকে নীরবে কাঁদছি
প্রেয়সী বলেন গান