চিঠি
এই নীলাভ আকাশে,
আলোকিত শহরে,
জ্যোৎস্না রাতে প্রতিধ্বনিত হয় কত ধ্বনি,
সব প্রতিধ্বনির শব্দ হয়না,
কিছু শব্দ শব্দহীন ও হয়,
ঠিক যেভাবে সব দৃশ্য দৃশ্যমান হয়না,
অদৃশ্য দৃশ্যেরাও পৃথিবীর বুকে বর্তমান।
এভাবেই চলতে থাকে সময়ের চাকা,
আর একটা মেয়ে বসে বসে স্বপ্ন দেখে তার প্রেমিকের,
যে প্রেমিক ভালোবেসেছিল তার চোখের কাজল,
হাতের কাঁচের চুড়ি,
যে ভালোবাসতো তার কানে ফুল গুঁজে দিতে,
যে প্রেমিক তাকিয়ে থাকতো তার চোখের দিকে অপার মুগ্ধতায়,
যে তাকে স্বপ্ন দেখাত দিন বদলের,
তার কথাই ভেবে চলে সে মাঝে মাঝেই।
তারপর একসময় সে বোঝে ভালোবাসা একটা নরম প্রলেপ,
একটা খোলা জানালা,
একটা অদৃশ্য বন্ধন,
একটা নীরব প্রতীক্ষা,
যে প্রতীক্ষা সুন্দর,
যে প্রতীক্ষা স্বর্বাঙ্গীন,
আর এভাবেই একসময় তার ভালোবাসা পূর্ণতা পায় আলোয়।। কলমে-বিশ্বরূপা।
কোলকাতা।