জাহান্নাম কি শুধু আগুনের লেলিহান শিখা?
নাকি পাপের পাল্লা ভারী হলেই শুরু সেই দুঃখের দিকা?
নরক কি শুধু ধর্মগ্রন্থের ভয় জাগানো কথা?
নাকি মানবতার অভাবে ভরে ওঠা রাত-দিনের ব্যথা?
একজন ক্ষুধার্ত শিশু যখন কান্না পায়,
তখন কি পৃথিবীর কোণে নরক জ্বলে না হায়?
একজন বৃদ্ধা যখন পড়ে রাস্তায় একা,
তখন কি মানবতার মুখে নীরব জাহান্নামের রেখা?
জাহান্নাম শুধু মৃত্যুর পরে নয়,
আমরা বানাই তাকে প্রতিদিন, প্রতিক্ষণই রয়।
হিংসা, লোভ আর মিথ্যার বিষে,
আমরাই গড়ি সেই আগুন, সেই বিষাদময় দিশে।
নরক যদি এড়িয়ে যেতে চাও,
তবে করো সত্য, করো ভালো, করো মনটা চাও।
জীবনটাই স্বর্গ হতে পারে একদিন,
যদি করো ভালোবাসা, করো মানবতার গীতাধ্বনি