আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি
আমি ভয় পাইনি অন্ধকারে,
জ্বলতে শিখেছি আগুনের পারায়।
শব্দহীন নিরবতায়, আমি হয়েছি বজ্রের ডাক—
আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি।
কান্না নয়, চোখে আগুন জ্বলেছে,
ভাঙা মনেও স্বপ্ন জেগেছে।
মাকে যারা কাঁদিয়েছে,
তাদের হাতেই কাঁপন লেগেছে।
আমি বলিনি, “আমি দুর্বল”,
আমি বলেছি, “আমি মানুষ, ন্যায়ের দূত।”
প্রতিবন্ধী শরীর নয়—
আমার বিবেকটাই আমার শক্তি, আমার প্রভুত্ব।
নির্যাতনের সামনে মাথা নত করিনি,
আমি জবাব দিয়েছি সত্য দিয়ে।
থানা-পথ, আদালতের পথ—
হেঁটেছি সাহস দিয়ে।
হোক না আমার পিছনে ধোঁয়া,
আমার সামনে আকাশ খোলা।
আমি একা নই, সত্য আছে পাশে,
আর আমি আছি—অন্যায়ের বিরুদ্ধ যুদ্ধে।
>
#আমি_আছি #অন্যায়ের_বিরুদ্ধে #সাহস #সত্যের_পক্ষে #শাহরিয়ার_আবির #চাঁদপুর #বাংলা #বাংলাদেশ #বিশ্ব #মা
📍 চাঁদপুর, বাংলাদেশ
Md STATION
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?