ভালোবাসি মুখে বলার থেকে কাজে প্রকাশ করা বেশি জরুরি। তাই স্বামী-স্ত্রী বা প্রেমিক-যুগল যদি তাদের কাজের মাধ্যমে নিজের আবেগ, অনুভূতি, ভালোবাসার প্রকাশ ঘটায় এটাই যথেষ্ট মুখে ভালোবাসি বলার থেকেও।
শহর জুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিব ঠাই।
প্রতিটি বৃষ্টিকণায় লেখা থাকুক শেষ অবধি "আমি শুধু তোমাকেই চাই"..!
#ভালোবাসি_প্রিয়