#আমার বাস্তবজীবন
একেকদিন শুরু হয় মনখারাপের মত। কোনো কিছুতেই যেন মন বসে না। খুব করে গল্প করতে ইচ্ছে হয়, আড্ডার ইচ্ছে হয় কিন্তু সেদিনগুলোয় মানুষজনকে সেভাবে পাওয়া যায় না। বড় হওয়ার সাথে সাথে টের পাচ্ছি মানুষের সবচেয়ে বেশী ভয় হলো একাকীত্ব নিয়ে।
পুরানো ছবি দেখলেই কত মানুষের কথা মনে পড়ে, তাদের একটা বড় অংশের সাথে নিয়মিত যোগাযোগ নেই। আমি জানি আমি তাদের ভালোবাসি ঠিকই, তারাও বাসে, কেউ কাউকে বলে উঠতে পারেনি বলে একটু অভিমান নিয়ে ঘর বাঁধি। আবার যেদিন দেখা হবে সবকিছু ভুলে এক হবো সবাই, শুধু একাকীত্বকে বড় হতে দেওয়া যাবে না....🍁
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন