আল্লাহু আকবার! জান্নাতে মৃত্যু নেই। জান্নাতে কোটি কোটি বছর স্বাধীনভাবে বিলাসিতা করবেন, আপনার মৃত্যু আসবে না। আপনাকে নিশ্চয়তা দেওয়া হবে যে, সেখানে মৃত্যু নেই। আপনারা জানেন, সকল প্রাণী একটি বিষয়ে আতঙ্কে থাকে, তার নাম মৃত্যু। মৃত্যুকে মানুষ খুবই ভয় করে। শুধু মুজাহিদগণ এর ব্যতিক্রম। সুবহানাল্লাহ! আল্লাহর পথের মুজাহিদগণ আগ্রহের সাথে শাহাদাতের মৃত্যু খুঁজে বেড়ায়। বিপরীতে জিহাদ না করে বসে থাকা লোকগুলো মৃত্যুর ভয়ে শঙ্কিত থাকে। আর মুজাহিদগণ আল্লাহ তাআলার মুলাকাত ও জান্নাত পাওয়ার আগ্রহে অধীর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে আপনাকে বলছেন, “সেখানে তোমরা চিরকাল জীবিত থাকবে, কোনোদিন মৃত্যুবরণ করবে না”। জান্নাতে মৃত্যু নেই। কেউ আপনাকে প্রশ্ন করতে পারে, জান্নাতবাসীরা কি ঘুমাবে? এটি গুরুত্বপূর্ণ ও অনুভূতিপ্রবণ প্রশ্ন, জান্নাতবাসীরা কি ঘুমাবে? উত্তর হচ্ছে, জান্নাতবাসীরা ঘুমাবে না। জান্নাতে কোনও ক্লান্তি নেই। তাই সেখানে ঘুমও নেই। কল্পনা করুন! একজন লোক কোটি কোটি বছর জান্নাতে ভোগ-বিলাসে মত্ত থাকবে। কোনোদিন ক্লান্ত হবে না, ঘুমাবে না। প্রশ্ন আসতে পারে, তা কীভাবে সম্ভব? আমি বলব, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। নিম্নের মূল্যবান মূলনীতিটি মুখস্থ করে নিন,