জান্নাতে কোনও অসুখ নেই। ছোট কোনও অসুখও আপনার হবে না। কল্পনা করুন! জান্নাতে ব্যাথা, সর্দি-কাশি, অ্যালার্জি ইত্যাদি কোনও অসুখ নেই। জান্নাতে আপনি বলবেন না যে, আমার পেট ব্যাথা করছে, পিঠে, কোমরে বা মাথায় ব্যাথা করছে। মোটকথা, সেখানে কোনও অসুখ থাকবে না। আপনি অসুস্থ হবেন না। আপনাকে গ্যারান্টি দেওয়া হবে যে, সেখানে কোটি কোটি বছর ভোগ-বিলাসে মত্ত থাকবেন, কিন্তু; কোনোদিন অসুস্থ হবেন না। যত প্রকারের রোগ আছে সকল রোগ থেকে মুক্ত থাকবেন। এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। মানুষ অসুখ-বিসুখ থেকেও সবসময় অনেক আতঙ্কে থাকে। ক্যান্সার, ডায়াবেটিস থেকে আতঙ্কে থাকে। আরও কত রোগ আছে। জান্নাতে কোনও রোগ থাকবে না। যা মনে চায় তা-ই পানাহার করতে পারবেন, অসুস্থ হবার কোনও ভয় থাকবে না।