9 sa ·Isalin

জান্নাতে কোনও হতাশা নেই, চিন্তা-পেরেশানি নেই। সেখানে কেউ কটুকথা বলে আপনার মনে কষ্ট দেবে না। আপনার জন্য কষ্টকর ও দুশ্চিন্তার কারণ হবে এমন কোনও কাজ কেউ করবে না। সেখানে কষ্ট, দুশ্চিন্তা বলতে কিছু নেই। পূর্বে বলেছি, জান্নাতের নেয়ামত অফুরন্ত, অন্তহীন। জান্নাতে প্রতিমুহূর্ত, প্রতি মিনিট আপনি চাহিদাপূরণ, স্বাদ-ভোগ করা, সৌভাগ্যময় ও বন্ধুত্বের পরিবেশে আনন্দ-উল্লাসে কাটাবেন। চব্বিশ ঘণ্টা এভাবে কাটাবেন। পক্ষান্তরে জাহান্নামীরা চব্বিশ ঘণ্টা আযাবে পিষ্ট হবে। সেখানে কোনও শান্তি নেই। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। আর জান্নাতীগণ চব্বিশ ঘণ্টা স্বাদ-ভোগে মত্ত থাকবে। পূর্বে বলেছি, জান্নাতে প্রতিদিন নতুন নতুন নেয়ামত ও নেয়ামতে নতুনত্ব আসবে। এই নেয়ামত দুনিয়ার নেয়ামতের মতো নয়। বরং সেখানে নিত্যনতুন নেয়ামতে ভরপুর থাকবে।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।