ইরানে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)। তবে সংস্থাটির সদস্য হওয়া সত্ত্বেও ভারত ওই বিবৃতিকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছে এবং নিজেকে আলাদা রেখেছে।
গত ১৩ জুন ইসরায়েল ইরানে আকস্মিক বিমান হামলা চালায়। এতে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, কয়েকজন জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীসহ শতাধিক মানুষ নিহত হন। নিহতদের মধ্যে অন্তত ২০ জন শিশু রয়েছে। এ হামলার পর ১৪ জুন এসসিও এক বিবৃতিতে ইসরায়েলের নিন্দা জানায়।