গণমাধ্যমের বরাতে জানা যায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সীপাড়া বিওপি’র কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত ৮ বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন।