-“রাসূলে পাক ( ﷺ) বলেন: আল্লাহ সর্ব প্রথম আমার রুহ সৃষ্টি করেছেন।”(ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১ম খন্ড, ১৬৯ পৃ: ৯৪ নং হাদিসের ব্যাখ্যায়; তাফছিরে নিছাপুরী, ২য় খন্ড, ৩৫৮ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ৫ম খন্ড, ২২৬ পৃ:; তারিখুল খামিছ, ১ম খন্ড, ৯১ পৃ:; ইমাম মোল্লা আলী: শরহে শিফা, ২য় খন্ড, ১২৬ পৃ:; গাউছে পাক: ছেররুল আছরার, ৪৮ পৃ: