সিরিয়ার সূফী শাইখ ইমাম আবদুল্লাহ সিরাজউদ্দীন আল-হুসাইনী সাহেব (রহমতুল্লাহি আলাইহি – বেসাল: ৪ঠা মার্চ, ২০০২)-এর প্রণীত এ বইটির ইংরেজি সংস্করণ আমি মার্কিন এমাজন-ডট-কম থেকে আনিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। এটি অনুবাদ করেছিলেন নও-মুসলিম জনাব খালিদ উইলিয়ামস্। হল্যাণ্ডের রটারড্যাম-ভিত্তিক সুন্নী পাবলিকেশন্স এটি ছেপেছিলো ডিসেম্বর, ২০১৩ সালে। এতে সিরিয়ার শাইখ মুহাম্মদ বিন ইয়াহইয়া নিনোভী সাহেবের প্রারম্ভিক কিছু কথা লিপিবদ্ধ আছে। এই সংস্করণের পাশাপাশি আমি অনলাইন থেকে আরবী সংস্করণও ডাউনলোড করে নিয়েছি, যাতে উভয় সংস্করণের মাঝে সমন্বয় সাধন করে বাংলায় ভাষান্তর করা যায়। নও-মুসলিম অনুবাদকের নোটগুলো অতীব গুরুত্বপূর্ণ বিধায় তা এখানে সন্নিবেশিত করা হবে, ইন-শা-আল্লাহ। উল্লেখ্য যে, সূচিপত্র, প্রারম্ভিক আলোচনা, অনুবাদকের বক্তব্য ইত্যাদির অনুবাদ বই আকারে প্রকাশের সময় পেশ করা হবে, মওলার মর্জি।