অতএব, সকল বুদ্ধিমান, দায়িত্ববান মানুষের প্রতি অত্যাবশ্যক হয়েছে যে তাঁরা এই রাসূলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সুপরিচিত হবেন, আর তাঁর প্রশংসনীয় শামায়িল তথা চরিত্রবৈশিষ্ট্য ও মহৎ গুণাবলী সম্পর্কে জানবেন, যা নিম্নবর্ণিত বিভিন্ন কারণে (জানা প্রয়োজন):