অর্থ: তিনি কি আপনাকে এতিম পাননি? অতঃপর আশ্রয় দিয়েছেন। এবং আপনাকে (তাঁর) স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, তখন নিজের দিকে পথ দেখিয়েছেন। এবং আপনাকে অভাবগ্রস্ত পেয়েছেন, অতঃপর ধনী করে দিয়েছেন। [আল-কুর’আন ৯৩/৬-৮; নূরুল ইরফান]
আল্লাহতায়ালা স্বয়ং প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শিক্ষা-দীক্ষার দায়িত্ব নিয়েছিলেন, কেননা তিনি (দ.) প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন ছিলেন