অর্থ: হে মাহবূব! আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসারী হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন; আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। [আল-কুর’আন, ৩/৩১; নূরুল ইরফান]
আল্লাহতায়ালা এ আয়াত দ্বারা তাঁর প্রতি আপন বান্দাদের প্রেমের (মানদণ্ডের) প্রকৃত প্রমাণ হিসেবে সাব্যস্ত করেছেন যে, বান্দাবৃন্দ (অবশ্যঅবশ্য) তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুসরণ-অনুকরণ করবেন।