অর্থ: এটা (মানে আল্লাহর ওপরোক্ত বাণী) রাসূলে করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ’আমল/পুণ্যকর্ম, বাণী ও হালত-অবস্থার অধ্যয়ন/গবেষণা দাবি করে; আরো দাবি করে তাঁর মহৎ গুণাবলী ও মহান নীতি-নৈতিকতা সম্পর্কে জ্ঞানার্জনও; যাতে তাঁকে তাতে সামগ্রিকভাবে অনুসরণ-অনুকরণ করা যায়। এর ব্যতিক্রম শুধু সেসব খোদায়ী হুকুম-আহকাম ও আহওয়াল/হালত-অবস্থা, যেগুলো আল্লাহতায়ালা তাঁর জন্যে খাস্ তথা সুনির্দিষ্টভাবে জারি করেছেন।