9 在 ·翻译

আমার নাকি বিয়ে ঠিক হয়েছে অথচ আমি কিছু জানি না এটা কেমন কথা।

আরে, রাগ করছিস কেন ছেলেটা বেশ ভালো তোর বাবার বন্ধু মাহিম ভাইয়ের ছেলে তাছাড়া ছেলেও ডাক্তার।

আম্মু শোনো, আমি বিয়ে করবনা মানে করবোনা বুঝোছো।

আরে শ্রীয়া কথাটা তো শোন।

আম্মু, প্লিজ যাও এখান থেকে আমি ঘুমাবো।

আম্মুকে একপ্রকার ঠেলে বের করে দিলাম ঘর থেকে।

উফ, আপনাদেরকে তো বলাই হলোনা আমি শ্রীয়া একটা পাবলিক ভার্সিটি তে পড়ি অনার্স সেকেন্ড ইয়ার আমার বাবা নেই মা অন্য একটা ভার্সিটির টিচার।

আপাতত বিয়ের কোনো ইচ্ছেই নেই আমার অথচ আমার মা আমার বিয়ে ঠিক করে বসে আছে তাও এমন একজনের সাথে যাকে কোনজন্মে দেখেছি তাই মনে নেই

যাই হোক আপাতত আমার একটা লম্বা ঘুম দরকার।

বাবা, প্লিজ আমি ঐ মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবনা কারণ?

যাকে চিনিনা, জানিনা, এভাবে হুট করে কীভাবে বিয়ে করে নিবো।

রুদ্র, ভুলে যাসনা তোদের বিয়ে

ছোটোবেলা থেকেই ঠিক হয়ে আছে তোর দাদুর এটাই ইচ্ছে ছিল।

দাদি প্লিজ আমি ঐ মেয়েকে বিয়ে করবনা মানে না আমি রুমে যাচ্ছি, কেউ আর ডিস্টার্ব করবে না।

" কথাগুলো বলেই চলে গেলো রুদ্র ও একজন হার্ট সার্জন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে সবে দেশে এসে নিজেদের হসপিটালে জয়েন করেছে দেখতে মাশাল্লাহ সাথে তো রাগ আর জেদ ফ্রি..”

ভাইয়া আসব ?

তুই আবার আমার ঘরে আসার জন্য পার্মিশান নিস কবে থেকে

তাও ঠিক তবুও এখন তো তোর বউ আসবে তাই আরকি কিছু বলবি, রিদি।

আচ্ছা, ভাইয়া তুই শুধু চিনিস না বলে ঐ আপুটাকে বিয়ে করবি না

   হুম।

image
Anarul Slam  分享了一个  邮政
1 米

Hi

Kantha Originals  更改了他的头像
3 小时

image
Anarul Slam  分享了一个  邮政
1 米

Hi

Kantha Originals  更改了他的头像
3 小时

image

My Free Fair ID................,.........................................................................................................................................................................................................................

image

Free Fair red
mon........................,................................................................................................................................................................................................................

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻