কবিতা ঃ সেকাল -একাল
সেকালে ছিল কাঁচা ঘরবাড়ি
একালে দালানকোঠা,
অভাব অনটন লেগেই থাকত
জীবন ছিল সাদামাটা।
একালে মানুষ শিক্ষিত হয়েছে
সম্পদের নাই অভাব,
জীবন যাত্রায় উন্নতি ঘটেছে
উন্নত হয়নি স্বভাব।
সেকালে মানুষ কৃষক ছিল
ফসল ফলাত মাঠে,
মাথায় বুজা নিয়ে বিক্রি করতে
ছুটে যেত গ্রামীণ হাটে।
একালে মানুষ চলতে গেলে
লাগে মোটর গাড়ি,
কৃষি বাদ দিয়ে পেশাজীবি এখন
অনেক পুরুষ নারী।
আগের চেয়েও মনে হয় যেন
এখন অভাব বেশি,
সম্পদের নেশায় কিছু শিক্ষিত
মনোভাবে সন্ত্রাসী ।