স্বপ্নের আঙিনা
একটু ভালোবাসা চেয়েছিলাম, খুব বেশি কিছু তো নয়
হৃদয়ের এক কোণে যেন জেগে উঠে সুখের ক্ষণিক ছোঁয়া।
দিনশেষে ক্লান্ত চোখে চেয়েছিলাম এক টুকরো হাসি,
একটা “ভালো আছো?” প্রশ্নেই তো বদলে যায় সব দুঃখবাসি।
একটু অভিযোগ, অভিমান আর ছোট্ট কিছু রাগ
ভবিষ্যতের গল্পে জড়িয়ে ছিলো বিশ্বাসের অনুরাগ।
ভাবতাম, তুমি রাগে মুখ ফিরিয়ে নেবে চুপচাপ
আমি গিয়ে জড়িয়ে ধরি—ভাঙবে সব অভিমান,
জমে উঠবে আমাদের মধুর স্নেহ-প্রেম।
কিন্তু কোথায় সেই মানুষ, কোথায় সেই গল্পের ছায়া?
যে ভালোবাসার নামেই এল, রেখে গেল শুধুই মায়া।
পেলাম অভিনয়, সন্দেহের ছুরিতে ক্ষতবিক্ষত হৃদয়
ভালোবাসার মুখোশ পরে তুমি দিলে অবিশ্বাসের প্রহরে দাগ।
তবু স্বপ্ন দেখি আজও, কোনো এক ভোরের আলোয়
সত্যিকারের কেউ আসবে, হৃদয়ের ভাষা যে ভালো বোঝে ভালোয়।
ভাঙা বিশ্বাসের ছায়ায় হয়তো ফিরবে না সে কল্পনা
তবুও মন বলে—আছে কোথাও,
আমার জন্য একটুখানি সত্যি ভালোবাসার গন্ধভরা স্বপ্ন-গাঁথা