**৮. "দুই টিকেট"**
অর্ণব প্রতি শুক্রবার সিনেমাহলে দুটি টিকেট কিনত। বন্ধুরা জিজ্ঞেস করত, "কার সাথে যাও?" অর্ণব বলত, "অনেকদিন পর দেখা হবে।" এক বছর পর বন্ধুরা জানতে পারল, অর্ণবের ছোটবোন সিনেমা দেখতে ভালোবাসত। সে মারা গিয়েছিল একটি দুর্ঘটনায়। প্রতি শুক্রবার সেই সিনেমাহলেই তাদের দেখা হত বলে অর্ণব বিশ্বাস করত।