**১০. "ভালোবাসার অঙ্ক"**
গণিতের শিক্ষক সৌম্য বোর্ডে লিখত: "১+১=১"। ছাত্ররা হাসত। একদিন এক ছাত্রী জিজ্ঞেস করল, "স্যার, এটা ভুল না?" সৌম্য বলল, "না। যখন দুটি হৃদয় এক হয়, তখন সবকিছুই এক।" বছর পরে সেই ছাত্রী সৌম্যকে বিয়ে করে। তাদের বিয়ের কার্ডে লেখা ছিল: "১+১=১ (সৌম্য স্যার প্রমাণিত)"।