**১৭. "মৃত স্বামীর ফেসবুক"**
শায়মা প্রতি রাতে তার মৃত স্বামীর ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ পাঠাত: "আজ বাচ্চাটা হাঁটতে শিখেছে"। এক বছর পর একদিন দেখল অ্যাকাউন্ট থেকে রিপ্লাই এসেছে: "আমি তোমার স্বামী নই, কিন্তু তোমার মেসেজগুলো আমাকে বাঁচতে শিখিয়েছে। আমি ক্যান্সারে আক্রান্ত ছিলাম, তোমার ভালোবাসার গল্প আমাকে চিকিৎসা চালিয়ে যেতে প্রেরণা দিয়েছে।"