**২৪. "শেষ বাসের যাত্রী"**
নিশীথ প্রতিদিন শেষ বাসে করে বাড়ি ফিরত। ড্রাইভার একদিন বলল, "আপনি ছাড়া আর কেউ তো এই রুটে আসে না!" নিশীথ জানাল, ১০ বছর আগে এক বৃষ্টির রাতে এই বাসে তার প্রেমিকা প্রস্তাব দিয়েছিল: "যদি এক মাস ধরে প্রতিদিন শেষ বাসে করে আমার বাড়ি পর্যন্ত আসো, তাহলে বিয়ে করব।" ২৯তম দিনে বাসটি দুর্ঘটনায় পড়েছিল। "আমি এখনও সেই ৩০তম দিনের অপেক্ষায় আছি," নিশীথ জানাল জানালার বাইরে তাকিয়ে।