**২৮. "নীরব নায়ক"**
যক্ষ্মা ওয়ার্ডের清洁工 মহেশ প্রতিদিন একটি特定 বেডের পাশে ১০ মিনিট দাঁড়িয়ে থাকত। ডাক্তাররা ভাবত সে বিশ্রাম নিচ্ছে। একদিন একজন দেখে ফেলল, মহেশ actually ওই বেডের নিচে লুকানো একটি পুরনো ফটো দেখছে—যেখানে তার তরুণী বউ ও newborn শিশু। nurse জিজ্ঞেস করতেই মহেশ কেঁদে বলল, "৩০ বছর আগে আমি ওদের ছেড়ে চলে গিয়েছিলাম যক্ষ্মা ছড়ানোর ভয়ে... এখন প্রতিদিন ওই বেডে শুয়ে থাকা রোগীদের সেবা করি, যেন ওদেরই সেবা করা হয়।"