২৯. "জাদুকরের শেষ খেলা"**
ক্যান্সার আক্রান্ত শিশুদের ওয়ার্ডে জাদুকর বিক্রম প্রতি শনিবার আসত। একদিন nurse দেখে ফেলল, সে আসলে কোনো জাদু দেখায় না—শুধু খালি হাত নেড়ে শিশুদের হাসায়। জিজ্ঞেস করতেই বিক্রমের চোখে জল, "আমার মেয়ে এখানেই মারা গেছে। তার শেষ ইচ্ছা ছিল—'বাবা, সব শিশুকে হাসাও'... কিন্তু আমি তো শুধু কাঁদতে পারি।"