ভুবনেশ্বর নদীর তীঁরে
তোমার চলে যাওয়ার পথে,
ফুলে ফুলে আছে ছেয়ে।
শিউলী বকুল ঝরা বনে
আর একটি বার প্রিয়
এসোনা ফিরে অভিমান ভুলে।
ভুবেনশ্বর নদীর তীরে,
সেই ছোট্ট কুঁড়ে ঘরে।
কত স্মৃতি বইকেলী রথে।
বর্ষা এলে যৌবন ফিরে
শীত মৌসুমে মরা নদী বলে।
কত গুলো চেনা মুখ
অচিনার ভিড়ে !
ফিরে না আর অভিমানে
স্বপ্ন আঁকা সেই দিনগুলি
কেউ রাখেনি মনে । #কবিতা