সম্পর্কের মৃত্যু
আজিজুর রহমান
কত গুলো মায়া ?
অহেতুক জড়ায় এই বুকে।
যার অস্তিত্ব অনুভবের,
কোন অধীকার থাকে না।
মৃতময় সম্পর্ক নিয়ে সামনে দাড়ানো যায়
না।
তারপর একদিন সম্পর্কের
অনুভূতির জিঘাংসায় ঋন- খেলাপির দায়ে ?
আর যোগাযোগ থাকে না।
তবে কি প্রতিটা সম্পর্কই মিথ্যের ছাতা দিয়ে ঢাকা ?
মানুষ সব যেনেও সম্পর্কে জড়ায়,
ঘর বাঁধে !
যখন ভুল ভাঙ্গে তখন ফিরে যাওয়ার পথ
থাকে না।
তখনই শুরু হয় মিথ্যের যাত্রাপালা
অভিনয়ের লোক দেখানো লৌকি'কতা।
বী-বৎস পথের সীমারেখার ইতি টানে
প্রতিটা সম্পর্কের মৃত্যর মাঝ দিয়ে।