মানুষ অভিন্ন জাতি
আজিজুর রহমান
তোমার জল বহে
আমার কুল ছুঁয়ে,
তোমার গঙ্গা আমার পদ্মা
এক স্রোতে বহে।
একটা আকাশ ভিন্নদেশ
একই ভাষা তোমার অন্য দেশ,
তুমি মহা ভারত বটে !
আমি বাংলাদেশ।
তোমার ভাষা আমার ভাষা
তবু ও স্বপ্ন হয় না এক।
এক আকাশে সূর্য ডুবে,
উঠে চন্দ্র তারা একই নাম
জানি তবু ভিন্ন ভাব-ধারা ।
এই বিশ্বলয়ে মানুষ মোরা
কত নামে ডাকি
একসুরেতেই কান্না করি
এক বুলিতেই হাসি
তবু কেন ভিন্ন মোরা
শুধুই রেশারেশি।
এই বিশ্ব মোদের আবাস-ষ্হল
যেনো রেখো আমরা সবাই
,, মানুষ অভিন্ন জাতী