يتقوى-এর ব্যাখ্যা :تقوى-এর মূল ধাতুوق ى-আর তা হলো : একটি জিনিসকে অপর একটি জিনিসের মাধ্যমে কোনো কিছু দূর করা। যেমন- রাসূলুল্লাহ সা. বলেছেন :اتقو الله ولوبشق تمرة আল্লাহকে ভয় করো যদিও একটি খেজুর টুকরার মাধ্যমে হয়। তিনি সা. বলতে চাচ্ছেন খেজুরের টুকরাকে তোমার এবং আগুনের মাঝে বাঁচার মাধ্যম করো (ঢাল বানাও)।