উমার রা. নাবীর সাহাবী উবাই ইবনু ক্বা‘বকে জিজ্ঞেস করলেন- ভাই! তাক্বওয়া সম্পর্কে আমাকে বলেন! তিনি (ক্বা‘ব) বললেন : হে ‘উমার! আপনি জীবনে এমন রাস্তা দিয়ে হেটেছেন যে রাস্তার দু’ধারে বিষাক্ত কাঁটা, লতা আর রাস্তাটি অত্যন্ত সরু। উমার রা.) বললেন : জ্বি। আমার জীবনে এমন একটি রাস্তা অতিক্রম করেছি।
Md Mahfuz
Delete Comment
Are you sure that you want to delete this comment ?