অচেনা নদী
আজিজুর রহমান
আমি তোমার পাশ দিয়ে,
বয়ে চলা অচেনা নদী।
ক্লান্ত হলে জলে রাখিও পা,
ভাল বাসার জলে ধুয়ে দিব তা।
মনের মাঝে বেঁধে আছো ঘর
নয়ন বলে দেখি না আর।
তবু মিটেনা নয়নের দেখার স্বাধ,
মন বলে দেখা হবে কি আর ?
কত বেলা অবেলা পথের ধারে,
চলেছি মোরা এক সাথে।
সে পথ ফুরালো জীবন নদীর বাঁকে,
স্মৃতি গুলো চোখের মাঝে ভাসে।
----------------------------------------------