শীতের সূর্য
আজিজুর রহমান
হেমন্ত যায় যায়
শীত এল দরজায়।
কেতকী বেলি ফুটিলো আজি
নতুন গাছের বুটায়।
শিউলী ঝরে গেছে
বকুল ফুটে পাতার আড়ালে
শীশ দিয়ে যায় বন কুমাড়ী
কূয়াশা রাঙা পায়।
ময়না দোয়েল কয় না কথা
নেচে বেড়ায় গাছের ডালায়।
কূয়াশার চাদর মোড়ানো সূর্য,
সূ-দীর্ঘ রাত দিতে হল পাড়ি
এই বুজি ভোর হয়,
তারই অপেক্ষা করি
হায়রে শীতের সূর্য
আর কত করবি দেরি।