9 i ·Oversætte

চিঠি দিবসের জন্য শুধু নয়
সকল প্রিয় বন্ধুর জন্য ।
---------------------
প্রিয় হাসান,,
চরনেষু তোমার।

কেমন আছো জানতে বড্ড ইচ্ছে করে।
কেমন করে দিন কাটে তোমার।
এ বেলা কি করছো ?
জীবন স্বপ্নের বাঁধা পথ বেয়ে এখনো
বেঁচে আছি শুধু তোমাকে ভাল বেসে ।
স্বপ্নের মাঝে সরল পথ থাকলেও বাস্তবতা আমরা বিষব রেখার পথ ধরে এগিয়ে চলি।
তোমাকে ভুলে থাকার জন্য অনেক শান্তনা দেই
নিজেকে, কিন্তু হেরে যাই বিবেকের কাছে এসে।
বৌদি সব জেনেও বলেছিল সংসার পাত্তে।
আমি বলে দিয়েছি পারবো না বৌদি।
বিশ্বাসের সাতপাকে কাউকে বেঁধে,
আমি কি সুখি করতে পারবো না ?
আমার জীবনের সত্যকে সে পারবে না,
কোন দিন মেনে নিতে।

আজ পহেলা আশ্বিন।
শরৎ এর নীল আকাশ।
আধলা সাদা মেঘের ভেলা।
গঙ্গা তীরে বসে তোমায় লিখছি হাসান।
আমার চোখের জল ছুঁয়ে যায় গঙ্গায়
আর বয়ে নিয়ে যাবে তোমার পদ্মায়।
তোমার সব চেয়ে প্রিয় তিলের নাড়ু।
তোমাকে রেখে মুখে তোলা সম্ভব নয়।
তাই বিজয় দশমী এলে গঙ্গার জলে
ভাসিয়ে দেয় তিলের নাড়ু। জলে ভাসে
ঠিকই স্রোতে নিয়ে যায় তোমার কূলে। শান্তনা
শুধু এই টুকুই তুমি সেই জলে পা ভাসাবে,
আমি আমার দেবতার পায়ে উৎসর্গ--
করিলাম ভাল বেসে।
সময়ের কড়িডোর যৌবনের মধ্য বয়সে,
এখনো তোমায় ভাল বাসি সেই আগের
মত করে। বিজয় দশমীর উৎসবে আমার
মন বসে না। এমনি এক মহেদ্রক্ষনে তুমি
এসেছিলে অতিথী হয়ে আমার ঘরে।
সেই মধুর স্মৃতি গুলো তোমাকে নিয়ে
ভুলা কি যায় এক জীবনে। হাসান সময় আমার পক্ষে নয় জানি, পরিবারের সবাই বলে তোমাকে ভুলে যেতে।
বৌদির দেওয়া উপহার নীল রঙ্গের কাঁথান
পড়া আমি সোনালী সন্ধ্যায় তুমি দরুদ গলায় গাওয়া নজরুলের সেই বিখ্যাত
গান আজও আমার কর্ণে ভাসে। ভাল
বাসা এমনই হয় বুজি হাসান কোন দিন তোমাকে ভুলা সম্ভব নয়। চোখের আলোতে দূরত্ব থাকলেও মনের আঙ্গিনাতে শুধু তোমারই বাস। আর পারছি না ।
আমি শুধু তোমারই----- নবনীতা

,

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

9 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

9 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

9 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

9 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।