স্বপ্ন নীড়
আজিজুর রহমান
বালুকা বেলার পথ --।
মেঘের জলে স্বপ্ন ভাসে,
তাই দেখে মহাকাল হাঁসে।
ফিরবেই তুমি আপন নীড়ে,
সন্ধ্যা যখন লাগে পাটে।
কূয়াশা ঝরে স্বপ্নের পথে।
আলো গুলো খেলা করে,
ঘনগোর আঁধারের বুকে।
অপেক্ষার নিমিজ্জিত রাত,
ডাহুকের ভয়াৎ চিৎকার।
ঝরে যাওয়া পাতার শব্দ আসে।
প্রিয় মুখ গুলো আঁধারের বুকে,
সুখ নয় যেন দুঃখ দিয়ে হাঁসে।
কমলী লতার ফুলে ঘাস ফরিং,
যেন সে মধু চাষ করে।
ঘামের গন্ধ সাথে আতুঁরে ঘ্রান
ততোক্ষন মিলবে মাটির সাথে।
আমার স্বপ্ন গুলো বেঁচে থাক
নতুন দিনের আগমনের আসে।