,,, ----শুভ জন্ম দিন""-----
----প্রিয় বন্ধু চরনেষু সবার,,, """""
এমন দিনে এসেছি আমি পৃথিবীর পর।
নিজেই ভুলে গেছি জন্ম দিন আমার।
লিখার মাঝে বলার মাঝে হয় যদি ভুল,
ক্ষমার মাঝেই মহৎ লুকায় আপনারাই
------------সেই জন !
চির চেনা এই পথ একদিন শেষ হবে !
চোখের সীমানাতে ।
ঘামের সাথে মাটির গন্ধ,
হয় তো সাঝের
প্রদ্বীপের সাথে মিলে যাবে।
যারা আসিবে নতুন,
ভোরের সূর্য দেখিবে তারা,
নতুন দিনের আগমনে।
-----------------/// ---- চারণ ভূমি ।