জীবন এক পরাস্ত ফুল
আজিজুর রহমান
ওঝার পাড়া, গাজীপুর
হাজার বছরে পুরানো স্মৃতি
কালের সাক্ষী হইয়া রইলো।
নিয়তীই বলে দেয়, ভুলে যাও
একে বারেই মন থেকে।
অশ্রুসজল নয়ন পাতে কেউ কি আছে ?
দাড়িয়ে মেঘ মল্লয় দিগন্ত পাড়ি দিয়ে
হাজার মাইল পথ পেরিয়ে !
পেয়েছি কি আকাশের ঠিকানা।
তবুও মেঘের চলা শেষ হয় না।
এই অনাদীকাল চলার পথে মেঘ,
ঠিকই ঝরে পরে বৃষ্টি আর কূয়াশা হয়ে
অথবা অন্য কোন নামে।
জীবন এমনই পরাস্ত ফুল,
শুধু ঝরে গেলে মুল্য বুজে।