আষাঢ়ের তৃতীয় প্রহর
Azizur Rahman
Kamarjury Yusuf Ali High School
আজি এই বাদল দিনে
একেলা বসা খোলা জানালার পাশে।
অঝর ধারায় নামছে দেওয়া,
কদম কেয়া পলাশের পাঁপড়ী ছুঁয়ে ।
আষাঢ়ের তৃতীয় প্রহরে ।
ঘন কুয়াশার মত !
আবছা হইয়া আকাশ।
মেঘ বিধুর স্বপ্নের সেই দেশ
ভালো-বাসার রেনুকা'বেলায়।
নিয়ে যাবে স্বপ্নের দেশে,
হয়'তোবা থাকবো না তোমার কাছে।
তবুও মনে রেখো বন্ধু
সময়ের সরলতার পদ'বেয়ে
আবার নিয়ে আসবে আমার কাছে।
ভালো থেকো ভালোবাসার মাঝে
স্বপ্নের সোনালী এই দেশে।