১.গরমে কাকও চায় এসি,
গায়ে মাখি বরফের লেসি।
ঘাম ঝরে, স্লিপ হয়ে যাই,
বাসে উঠি, ঝালমুড়ি পাই!
মুখে বলি — “এইটা তো স্পা ক্লাসিসি!”
২.
রোদের তাপে জ্বলে গেল ছাতা,
গলির মোড়ে পুড়ছে আলু-পেঁয়াজ-পাঁটা!
বন্ধু বললো “বাইরে বের হ, ভাই?”
আমি বলি, “উঠছি কড়াই!”
গরম দেখে সূর্যও লাজে মাথা খাতা।
৩.
গরমে ঘাম জমে বালতিভর্তি,
চিকেন ফ্রাইও বলে — “আমি নরম অর্থি!”
নলকূপে পানি আসে ফুটে,
মৌমাছি বসে লাচ্ছির রুটে!
এই গরমে ফ্যানও নেয় বিশ্রাম ছাড়তি!