আকাশটা আজ যেন কিছু বলে—
“তুমি শান্ত? তবে চুপ করে থাকো,
আমি দোল দিচ্ছি তোমার হৃদয়ে।”
রোদ আজ স্নেহশীষু,
জল আজ নরম দোয়া,
হাওয়া আজ পুরোনো আমলনামার পাতায়
সাদা ফুলের গন্ধ রেখে যায়।
কষ্টের দিন পেছনে ফেলে
আজ তুমি নিঃশব্দে হাসো,
নীরব জয়ধ্বনি বাজে
তোমার অন্তরের মিনারে।
বোকারা প্রেমে পড়ে
তারা কিছু না বুঝেই ভালোবাসে।
তারা ভালোবাসে হৃদয় দিয়ে
যাকে ভালোবাসে তাকে হারাতে চায় না ।
তারা চায়- ভালোবাসার মানুষটি ভালো থাকুক।
তারা ভালোবাসি বলতে দ্বিধা করে না।
হারানোর ভয়ে তড়িঘড়ি করে বলে- “ভালোবাসি!”
তারপর- তারা বোকা বনে যায়।
হ্যাঁ, আমিও সেই বোকাদের দলে!