9 w ·Translate

তোমার দেহের ঘাঁটিতে
কয়েকগোছা ধানের আঁটিতে
তোমার গ্রস্ত উপত্যকায়
আর অলসতা জড়ানো সন্ধ্যায়
তোমার দেহ সাপ্টে
সমস্ত অঙ্গ জাপ্টে....
লিখবো চার অক্ষরের শব্দ
ভালোবাসি।

তোমার দেহের মাটিতে
লজ্জাবতী লতা জড়িয়ে
জোছনা দেয় ভরিয়ে
তোমার দেহবল্লরী
তখন মনে হয় মরি
তোমাতেই।

তোমার ঊরুসন্ধিতে
কর্পোরেট দস্যুর ফন্দিতে
বিপণন হয় সুগন্ধি
লাইন পড়ে লম্বা
কেনার জন্য হুড়োহুড়ি
তোমার পশম সবুজ খসখসে
জলের ছিটে দিলেই দহন থাকে বশে।

আমার প্রাচীন কেল্লা
হারিয়েছে সব জেল্লা
শীতের দুপুরে আর যাই না
মাঠ পাহারা দিতে
কেউ আর আসে না নিতে
সোনালী ধানের গন্ধ
আর কোরো না কপাট বন্ধ।

তোমার কস্তুরী নাভিতে দিলাম আমি ডুব
তোমার অধরে খুঁজে পেতে চাই খুব
তোমার ডুরে শাড়িতে
আমার প্ৰিয় নারীতে
তোমার আঁচলের প্রান্তে
বাউন্ডুলে একান্তে
মুছি দেহের ঘাম
ঝলকায় যাম
দুজনেই বদনাম।

অকাল অঝোরে বৃষ্টিতে
আকুল করা দৃষ্টিতে
বহু যোজন দূরে থেকেও
তোমাকে যখন ছুঁই
উম্মাদ হয় জুঁই
তুমি আমাকে সারাক্ষণ ভাবো জানি
আমিও শুধু তোমার কথাই ভাববো
যেদিন আমরা রইবো না.....
অমর হবে দুজনের প্রেম কাব্য।

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

8 hrs ·Translate

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

8 hrs ·Translate

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।